ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় নির্মাণ শ্রমিক হত্যা মামলায় পাঁচজন গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
কুষ্টিয়ায় নির্মাণ শ্রমিক হত্যা মামলায় পাঁচজন গ্রেপ্তার কুষ্টিয়ার মিরপুরে নির্মাণ শ্রমিক মইনুদ্দিন হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার নির্মাণ শ্রমিক মইনুদ্দিন হত্যা মামলার পাঁচজন প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দুপুরে কুষ্টিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

গ্রেপ্তাররা হলেন মামলার প্রধান আসামি মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা গ্রামের নজর আলীর ছেলে রাসেল (৩৫), একই এলাকার শওকত আলীর ছেলে স্বপন আলী (৩৫), মৃত মুরাদ আলীর ছেলে লিটন আলী (৩৯), ওয়াহেদ আলীর ছেলে নুর ইসলাম নুরু (৩৫) এবং হবিবরের ছেলে ইয়াদুল (৩৫)।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (০৯ মার্চ) রাতে রাজধানীর ঢাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত ২৯ জানুয়ারি রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা গ্রামে নির্মাণ শ্রমিক মইনুদ্দিনকে হত্যা করে পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে রাখা হয়।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, ১০ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।