ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ অপহরণ চক্রের হোতা কেফায়েত গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৮:৫৭ পিএম, মার্চ ২৮, ২০২৫
টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ অপহরণ চক্রের হোতা কেফায়েত গ্রেপ্তার অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার কেফায়েত উল্লাহ

কক্সবাজারের টেকনাফে পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মানবপাচারকারী একটি চক্রের হোতা কেফায়েত উল্লাহকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

 

গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড হাজমপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কেফায়েত হাজমপাড়া এলাকার নুর হোসেনের ছেলে।  

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন এতথ্য নিশ্চিত করে জানান, কেফায়েতের বিরুদ্ধে পূর্বে খুন, অপহরণ, মানবপাচার আইনে ১১টি মামলা রয়েছে। আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দকরণ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এসআরএস

বাংলাদেশ সময়: ৮:৫৭ পিএম, মার্চ ২৮, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।