ঢাকা, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ঈদের পোশাক কিনে বাড়ি ফেরা হলো না কিশোরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
ঈদের পোশাক কিনে বাড়ি ফেরা হলো না কিশোরের সাজ্জাদ হোসেন

কুমিল্লা: মার্কেট থেকে নতুন পোশাক কিনে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় সাজ্জাদ হোসেন (১৪) নামে স্কুলছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) হোমনা-বাঞ্ছারামপুর ওভারব্রিজ ও হোমনা উপজেলা বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

সাজ্জাদ হোসেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং উপজেলার গোয়ারীভাঙ্গা গ্রামের প্রবাসী আমির হোসেনের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজ্জাদ হোসেন শুক্রবার দুপুরে হোমনা বাজার থেকে ঈদের কেনাকাটা করে বাড়ি ফিরছিল। পথে হোমনা-বাঞ্ছারামপুর ওভার ব্রিজ ও হোমনা বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।  

স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার বলেন, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ