নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের শান্তি কামনায়, মুসলমানদের উপর নির্যাতন বন্ধের প্রার্থনায়, ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়ায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
এতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ঈদ মানবতার মিলনমেলা।
সোমবার (৩১ মার্চ) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের নামাজের পূর্বে মুসল্লীদের উদ্দ্যেশ্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা একত্রিত হয়েছি ঈদ উল ফিতরের নামাজের জন্য। আজ ধনী গরীব সব আমরা এক কাতারে। ভেদাভেদ ভুলে আজ আমরা সকলে বুকে বুক মেলাবো আনন্দ ভাগাভাগি করবো। এটিই ইসলাম, এটিই উৎসবের সৌন্দর্য।
তিনি আরও বলেন, আমাদের সব রাগ, অহংকার দূর করে একটি আনন্দের মিলনমেলা আমরা তৈরি করতে সক্ষম হবো। আমি আজকের এ দিনে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিকসহ সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। আমরা ঈদের স্পিরিট ধারণ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবো।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
এমআরপি/জেএইচ