ঢাকা: জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর জুরাইন কবরস্থানে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেছেন জাতীয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (৩১ মার্চ) জুরাইন কবরস্থানে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ।
পরে রাজধানীর শনির আখড়ার পাটেরবাগ এলাকায় অবস্থিত শহীদ মাহাদী হাসান পান্থর বাসায় উপস্থিত হন নাহিদ ইসলাম। শহীদ পান্থর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময়ের পর তিনি ডেমরার সারুলিয়া এলাকায় শহীদ জুয়েলের বাসায় গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এরপর নাহিদ গেন্ডারিয়াতে শহীদ আনাসের বাসায় উপস্থিত হয়ে তার পরিবারের সাথে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
এএটি