ঢাকা, বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না: ফয়েজ আহম্মদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না: ফয়েজ আহম্মদ ঈদ শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ

লক্ষ্মীপুর: বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র ইতোমধ্যে ভেস্তে গেছে, কোনো ষড়যন্ত্রই আর টিকবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর প্রেসক্লাবে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পানপাড়া এলাকার বাসিন্দা ফয়েজ আহম্মদ।  

তিনি বলেন, সরকার গঠনের পর পরপরই আমরা দেশি এবং বিদেশি গণমাধ্যমে এক ধরনের তথ্য সন্ত্রাসের কবলে পড়ি। প্রচুর গুজবের ওপর ভিত্তি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে নানান ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করেছে। ভারত সংবাদ প্রকাশের নিয়ম-নীতি কোনো কিছুই মানেনি। তাদের সংবাদের মধ্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আলহামদুলিল্লাহ ইতোমধ্যে ভেস্তে গেছে। বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না।  

তিনি আরও বলেন, ভারতের সংবাদকে আমি সংবাদ বলছি না, তথ্য প্রকাশ হয়েছে মিথ্যা-গুজব। এরকম ফেইক নিউজ প্রচার হয়েছে, সেগুলোকে আমাদের মোকাবিলা করতে হয়েছে। ধীরে ধীরে সেই সংখ্যাটা কমেছে। এই সংখ্যাটা মিথ্যা এবং গুজব, দেশি অথবা বিদেশি গণমাধ্যমে বিশেষ করে বিদেশি গণমাধ্যমে কমে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে মফস্বলের সাংবাদিকরা। আপনাদের (মফস্বল সাংবাদিক) দায়িত্বশীল সাংবাদিকতা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বড় ধরনের ভূমিকা রেখেছে।

ফয়েজ আহম্মদ বলেন, বাংলাদেশকে নিয়ে লেখা ভারতীয় সংবাদে স্থানীয় প্রশাসন, ভুক্তভোগীর কোনো বক্তব্য নেই। ঘটনা যাচাই বাছাইয়ের কোনো ব্যাপার নেই। কলকাতায় বসে তাদের ধর্মীয় ও সংগঠনের নেতার বক্তব্য দিয়ে বাংলাদেশের সংবাদ প্রকাশ করা হয়। গুজব সোস্যাল মিডিয়ায় নানান ভাবে আসে। গুজব প্রতিরোধে সবচেয়ে বেশি ভূমিকা সাংবাদিকদের।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- ঢাকাস্থ লক্ষ্মীপুর সাংবাদিক সমিতির সভাপতি জাকির হোসেন লিটন ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।