শরীয়তপুর: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল (হাতবোমা) বিস্ফোরণের ঘটনায় ৮৮ জনের নামে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি কুদ্দুস বেপারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৬ এপ্রিল) বিকেলে বরিশাল র্যাবের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আরও ৭ জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন জাজিরা থানার ওসি দুলাল আখন্দ।
স্থানীয় ও পুলিশ এবং র্যাব-৮ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও উপজেলা যুবলীগের সাবেক সদস্য জলিল মাদবরের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এই নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। শনিবার সকালে দূর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় বাড়িঘর ভাঙচুরসহ শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকায় উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে পুলিশ ও যৌথ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রোববার জাজিরা থানার এক উপ-পরিদর্শক বাদী হয়ে ৮৮ জনকে এজাহারনামীয় আসামি ও ১ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করে। এ মামলার প্রধান আসামি কুদ্দুস বেপারীকে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়াও এ ঘটনায় আরও ৭ জনকে গ্রেপ্তার করেছে জাজিরা থানা পুলিশ। কুদ্দুস বেপারীকে জাজিরা থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে জাজিরা থানার ওসি দুলাল আখন্দ বলেন, দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানার এক উপ-পরিদর্শক বাদী হয়ে মামলা দায়ের করেছে। ইতোমধ্যে জাজিরা থানা পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এ ব্যাপারে বরিশাল র্যাবের পরিচালক লে. কর্নেল নিস্তার আহমেদ বলেন, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস বেপারীকে ঢাকার শাহজাহানপুর থেকে র্যাব-৩ ও র্যাব-৮ এর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। কুদ্দুস বেপারীর নামে একাধিক মামলা রয়েছে। তার প্রতিপক্ষ জলিল মাদবর বর্তমানে জেলে রয়েছে। কুদ্দুস বেপারীকে জাজিরা থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
এসএএইচ