বরিশাল: আপন দুই ভাই রেজাউল করিম ও রাজিবুল ইসলাম সৌদি আরবে থেকেও বরিশালে থানায় দায়ের হওয়া ছিনতাই মামলার আসামি হওয়ার অভিযোগ উঠেছে।
গত ২৭ মার্চ নগর পুলিশের এয়ারপোর্ট থানায় এ মামলাটি দায়ের করেছেন মাহামুদা বেগম নামে এক নারী।
এর আগে একই দিন দুপুরে নগরীর সোনা মিয়ার পোল এলাকায় গাড়ি পার্কিং করা নিয়ে মোটরসাইকেলচালক আমিনুল মৃধা ও অটোরিকশাচালক ইমন হাওলাদারের বাকবিতণ্ডা হয়। এ ঘটনায় নগরীর রায়পাশা-কড়াপুর ইউনিয়নের আবুল বাশারের স্ত্রী অটোরিকশার মালিক মাহামুদা বেগম ওই দিনই থানায় একটি মামলা করেন।
মামলায় মোটরসাইকেলচালক আমিনুল ও তার চার ভাইকে আসামি করা হয়। এদের মধ্যে দুইজন আসামি বিদেশে, দুইজন নগরীতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন বলে দাবি প্রধান আসামি আমিনুলের।
এদিকে আসামিদের কেউ নিরপরাধ হলে তদন্ত শেষে তাদের নাম বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার।
মামলার নথিতে মোবাইল নম্বর ভুল দেওয়ার কারণে বাদীর সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটরসাইকেল পার্কিং করাকে কেন্দ্র করে মোটরসাইকেলচালক আমিনুলের সঙ্গে অটোরিকশাচালক ইমনের বাকবিতণ্ডা হয়। এ অটোরিকশাচালক ইমনের স্ত্রী শিরিনও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
মামলায় উল্লেখ করা হয়েছে, চালক ইমন তার অটোরিকশায় যাত্রী নিয়ে সোনা মিয়ার পোল অতিক্রমকালে প্রধান আসামি আমিনুল তার গতিরোধ করেন। এরপর আসামিরা যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করলে অটোরিকশাচালক ইমন তাদের পাশে দাঁড়ানোর জন্য বলেন। এ সময় আসামিরা ইমনকে লাঠিসোঁটা নিয়ে মারধর করেন। তখন অটোরিকশাচালক ইমনকে রক্ষায় স্ত্রী শিরিন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এ সময় অটোরিকশাটি ভাঙচুর করায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।
মামলার প্রধান আসামি আমিনুল মৃধা বলেন, মিথ্যা মামলায় বিদেশে থাকা আমার দুই ভাই রেজাউল করিম ও রাজিবুল ইসলামকে আসামি করা হয়েছে। এছাড়া আমার আরও দুই ভাই হুমায়ন মৃধা ও নজরুল মৃধা ঘটনার সময় ব্যবসা প্রতিষ্ঠানে থাকলেও তাদেরও আসামি করা হয়েছে। বিদেশে থাকা দুই ভাইকে মামলা থেকে রক্ষায় বাদী ১০ লাখ টাকা চাঁদা চেয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
নগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার বলেন, মামলা যে কোনো নাগরিকের বিরুদ্ধেই দায়ের হতে পারে। মামলার তদন্ত শেষে নিরপরাধ ব্যক্তিদের আইনানুযায়ী অব্যাহতি দেওয়া হবে। চাঁদা চাওয়ার অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
এমএস/আরআইএস