ঢাকা, মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৮ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ

চুয়াডাঙ্গা: ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং অবিলম্বে এ হত্যা-আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন চুয়াডাঙ্গার সর্বস্তরের মানুষ।  

সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এতে অংশ নেন। হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানান এবং ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। স্লোগান স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ।

বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে শহরের বিভিন্ন পয়েন্টে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে দিতে আবার শহীদ হাসান চত্বরে ফিরে আসে।

সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের জনগণের ওপর অন্যায়ভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। নির্বিচারে চালাচ্ছে গণহত্যা। গত অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের অন্তত ৫০ হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল। যাদের বড় একটি অংশই শিশু। এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ভূমিকা নিতে হবে।

মানববন্ধনে আরও বলা হয়, ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুসলিম বিশ্বের ঐক্য প্রয়োজন। বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে এ বর্বরতা বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এসময় ইসরায়েলি পণ্য বর্জনের ডাকও দেন তারা।

গত রোববারের (৬ মার্চ) নিহতের সংখ্যাসহ গত অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ভূখণ্ডটিতে প্রাণহানি প্রায় ৫০ হাজার ৭০০ জনে পৌঁছে গেছে।  

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলায় কমপক্ষে ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন। তবে সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।