ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে দোকান ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৪ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
গাজীপুরে দোকান ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৪ জন আটক

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায়ে বাটা জুতার দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজন আটক করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) রাতে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা এলাকা থেকে পুলিশ ওই চারজনকে আটক করে।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বোর্ডবাজার এলাকায় ইসরাইয়েলবিরোধী বিক্ষোভ করেন স্থানীয়রা। ওই সময় বাটা জুতার দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনার পর রাতে গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চারজনকে আটক করেছে। ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।