দিনাজপুরের বিরামপুরে বর্ষবরণ অনুষ্ঠানে খাবার নিয়ে বাগবিতণ্ডার জেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সামনেই উপজেলা পরিষদের তিন কর্মচারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে।
সোমবার (১৪ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে মুক্তমঞ্চে বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ থেকে ৩৫ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। আর এ ঘটনায় পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আহতরা হলেন- ইউএনও কার্যালয়ের উপজেলা পরিষদের অফিস সহায়ক ইমদাদুল হক, নিরাপত্তাপ্রহরী মমিনুল ইসলাম ও আবু হোসেন। আহতদের মধ্যে ইমদাদুল ও আবু হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মমিনুল ইসলাম বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বর্ষবরণ অনুষ্ঠানের একপর্যায়ে তারা কয়েকজন কর্মচারী আমন্ত্রিত অতিথিদের খাবার পরিবেশন করছিলেন। এ সময় পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রাসেল ও বিএনপি কর্মী সোহাগসহ অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জন নিয়ম না মেনে তাদের আগে খাবার দিতে বলেন। ভুক্তভোগীরা তাদের মুক্ত মঞ্চে বসে খাবার কথা বললে খাবারের পাত্র নিয়ে টানাটানি শুরু হয়। একপর্যায়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকজন কর্মচারী বর্ষবরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির জন্য পান্তা বিতরণ করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, এ ঘটনায় একজন থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি দলীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে। সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
আরএ