ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

কফি হাউজের সামনে পিটুনি খাওয়া কিশোরীকে খুঁজে পেল পুলিশ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
কফি হাউজের সামনে পিটুনি খাওয়া কিশোরীকে খুঁজে পেল পুলিশ 

ঢাকা: রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় ‘আপন কফি হাউজে’র সামনে লাঠিপেটার শিকার সেই কিশোরীর খোঁজ পেয়েছে পুলিশ। তার নাম লামিয়া আক্তার (১৪)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ।

তিনি বলেন, ওই কিশোরীর খোঁজ পাওয়া গেছে। তার নাম লামিয়া। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।
ওই কিশোরীকে লাঠিপেটা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওর সূত্র ধরে কফি হাউজের দুজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে আপন কফি হাউজের মালিক জিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ওই কিশোরীকে লাঠি দিয়ে পায়ে আঘাত করার প্রতিবাদ জানিয়ে বলেন, এটা তার কর্মচারীরা ঠিক করেনি, খুবই অন্যায় কাজ করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। আইন অনুযায়ী তার কর্মচারীদের বিচার হবে।

তিনি আরও বলেন, ওই কিশোরী প্রায়ই আমাদের প্রতিষ্ঠানে এসে বিভিন্ন রকম জ্বালাতন করত। কাউকে দেখলে খাবার ছুড়ে মারতো আবার কারো দিকে তেড়ে গিয়ে কামড় দেওয়ার চেষ্টা করত, নানা রকম ঝামেলা সৃষ্টি করত, বাচ্চা মানুষ বোঝে না। কিন্তু তাই বলে কিশোরীর পায়ে লাঠি দিয়ে আঘাত করবে- এটা আমি নিজেও মেনে নিতে পারছি না।

আরও পড়ুন: 
কফি শপের সামনে তরুণীকে লাঠিপেটার ঘটনায় গ্রেপ্তার ২

কিশোরীকে লাঠিপেটা, ২ জনের পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।