ঢাকা: রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় ‘আপন কফি হাউজ’ নামে একটি কফি শপের সামনে এক কিশোরীকে লাঠিপেটা করার ঘটনায় গ্রেপ্তার কর্মচারী শুভ সূত্রধর ও প্রতিষ্ঠানের ম্যানেজার আল আমিনকে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছেন পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। লাঠিপেটায় আহত সেই কিশোরীকে না পাওয়া গেলেও রামপুরা থানার পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এই মামলার প্রতিষ্ঠানের ম্যানেজার ও কর্মচারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে, পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে।
তিনি জানান, ভিডিওতে যে দৃশ্য দেখা গেছে সেটি একটি ফৌজদারি অপরাধ।
ঘটনার বিস্তারিত জানা দরকার এর জন্যই রিমান্ডের আবেদন করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, ঘটনাটি গত ১১ এপ্রিলের। ভুক্তভোগী কিশোরীকেও খোঁজার চেষ্টা করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এজেডএস/এসআইএস