ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধে যানজট, ভোগান্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, এপ্রিল ১৬, ২০২৫
পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধে যানজট, ভোগান্তি

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছয় দফা দাবিতে তাদের এ বিক্ষোভ।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ওই এলাকা যান চলাচল বন্ধ। তাই ভোগান্তিতে পড়েছেন মানুষ।

তেজগাঁও এলাকার যানজট ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন সড়কেও।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানী তেজগাঁও সাত রাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

এতে করে মহাখালী, বনানী, গুলশান, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, আগারগাঁও, মিরপুরসহ বেশ কিছু এলাকায় যানবাহন চলাচল থমকে যায়। তেজগাঁও সাত রাস্তায় বড় কোনো গাড়ি প্রবেশ করতে পারছে না। শিক্ষার্থীরা সাত রাস্তার মোড়ে চারদিক থেকে ব্যারিকেড দিয়ে রেখেছে। মোটরসাইকেল, রিকশা, সিএনজি চলাচলও ব্যাহত হচ্ছে।

বিশেষ করে সাতরাস্তা এলাকা দিয়ে কোনো মোটরসাইকেল যেতে দিচ্ছে না শিক্ষার্থীরা। মহাখালী রেলগেটে আটকে রয়েছে কয়েকশ গাড়ি।

সাতরাস্তা এলাকায় কথা হলে ইয়াছিন কাজী নামে এক বাস চালক জানান, তিনি দুই ঘণ্টা ধরে একই জায়গায় রয়েছেন। কোনো বাহনই নড়তে পারছে না। সবদিক রাস্তা বন্ধ। যাত্রীরা নেমে গেছে।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রফিকুল ইসলাম বলেন, সড়কের অবস্থা খারাপ। যান চলাচল বন্ধ করে দিয়েছে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। চারদিকে যানজট। আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন। শিক্ষার্থীরা উঠে গেলেই কেবল সচল সড়ক হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।