ঢাকা, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

জনআকাঙ্ক্ষা আমরা যেন বিচার করে যাই, ভোট জুনের পরে যাবে না: আসিফ নজরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
জনআকাঙ্ক্ষা আমরা যেন বিচার করে যাই, ভোট জুনের পরে যাবে না: আসিফ নজরুল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল | ছবি: ডিএইচ বাদল

ঢাকা: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জনগণের একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই। হাজারের বেশি মানুষ জীবন দিয়েছে।

আমরা যদি কোনো বিচার না করি, তাহলে মানুষ কেন, নিজেদের কাছে জবাব দেব কীভাবে?

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের পর তাদের আনন্দিত মনে হয়েছে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। তবে বৈঠকের পরই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে আসিফ নজরুল বলেন, বিএনপি মহাসচিবের এটা বলার অবশ্যই অধিকার আছে। আমার কাছে ওনাদের দেখে হ্যাপি লেগেছে, যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে। মনে হয়েছে, ওনাদের মনে যে প্রশ্ন ছিল সেগুলোর উত্তর তারা পেয়েছেন। আমার কাছে তা মনে হয়েছে, ফখরুল ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে।

নির্বাচনের সময় সম্পর্কে আইন উপদেষ্টা বলেন, ডিসেম্বর থেকে জুন মানে আমরা ইচ্ছা করে দেরি করে মে বা জুন মাসে করব, সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা করব। অকারণে আমরা এক মাস দুই মাস থাকব, বিষয়টা সেটা না। ক্ষমতায় থাকার জন্য দেরি করা হবে না।

আসিফ নজরুল বলেন, জনগণের একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই। হাজারের বেশি মানুষ জীবন দিয়েছে। আমরা যদি কোনো বিচার না করি তাহলে মানুষ কেন, নিজেদের কাছে জবাব দেব কীভাবে?

ফলে ইলেকশন, সংস্কার বিচার আরও কিছু পদক্ষেপের ওপর নির্ভর করে ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। আমরা ক্যাটাগরিক্যালি বলেছি, এটা কোনো অবস্থাতেই জুনের পরে যাওয়া হবে না। এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব, অযথা কালক্ষেপণের কোনো সম্ভাবনা নেই। যতটা সম্ভব সংস্কার করে যেতে চাই, যোগ করেন আইন উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বের হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস না পাওয়ায় আলোচনা সন্তোষজনক নয়।  

বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপের কথা বলে আসছি। সেই বিষয়েই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের সংকট নিরসনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।