ঢাকা: রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (১৬ এপ্রিল) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
এতে উল্লেখ করা হয়, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে এনসিপি নেতা নাহিদ ইসলামসহ অন্যান্য নেতারা সাক্ষাৎ করেছেন। বৈঠকে তারা বাংলাদেশে যুক্তরাজ্যের সমর্থন, গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথ নিয়ে আলোচনা করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
টিআর/এসএএইচ