ঢাকা, মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

কোটি টাকার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
কোটি টাকার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মিরপুর ১১ থেকে কোটি টাকার ইয়াবা ট্যাবলেটসহ একজন নারী মাদক সম্রাজ্ঞীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার নারীর নাম সাথী আক্তার রিক্তা (২৮)।

 

ডিএনসি জানায়, গ্রেপ্তার সাথীর স্বামী মো. সানজিদ হোসেনসহ তারা দুজন মিলে ভাড়া বাসায় মাদক কারবারি করে আসছিল। স্বামী-স্ত্রী দুজন প্রায়ই টেকনাফে গিয়ে ইয়াবার বড় চালান সংগ্রহ করে ঢাকা ও আশেপাশের এলাকায় পাইকারী সরবরাহ করে আসছিল।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ডিএনসির দক্ষিণ কার্যালয়ের উপপরিচালক মানজুরুল ইসলাম এ তথ্য জানান।  

তিনি বলেন, ১৫ এপ্রিল বিকেল ৫টার দিকে এক কোটি দুই লাখ টাকা সমমূল্যের ৩৪ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাথীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার স্বামী সানজিদ হোসেন পালিয়ে যান। তাকেও ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছ।

উপপরিচালক মানজুরুল ইসলাম বলেন, ইয়াবার একটি বড় চালান টেকনাফ থেকে ঢাকায় প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ১১ সড়কের একটি বাসায় অভিযান পরিচালনা করা যায়। অভিযানে ৩৪ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাথী আক্তার রিক্তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার সাথীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা স্বামী-স্ত্রী মিলে ভাড়া ফ্ল্যাট বাসায় মাদক কারবারি করে আসছিলেন। সাথীকে সঙ্গে নিয়ে তার স্বামী সানজিদ প্রায়ই টেকনাফে গিয়ে ইয়াবার বড় চালান সংগ্রহ করে ঢাকা ও আশেপাশের এলাকায় পাইকারী সরবরাহ করে আসছিল।

গ্রেপ্তার সাথী ও পলাতক তার স্বামীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইননে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ডিএনসির এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, এপ্রিল  ১৬, ২০২৫
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।