ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

যে কারণে দিনভর রাজধানীতে তীব্র যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
যে কারণে দিনভর রাজধানীতে তীব্র যানজট

ঢাকা: দিনভর তীব্র যানজটে ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানীবাসীকে। মধ্যরাতেও শেষ হয়নি সেই ভোগান্তি।

 

এয়ারপোর্ট থেকে কুড়িল এবং শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত এখনো যানজটে আটকে আছে বিভিন্ন কাজে বাইরে বের হওয়া মানুষজন।

বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টায় এয়ারপোর্ট থেকে কুড়িল এবং শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত যানজট দেখা যায়। মূলত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বৃষ্টির কারণে এই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

এদিন সকাল ১০টার দিকে ছয় দফা দাবিতে তেজগাঁওয়ের সাত রাস্তা মোড় অবরোধ করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাদের এই অবরোধের কারণে
ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে যানজট ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন সড়কেও। স্থবির হয়ে যায় পুরো ঢাকা। প্রায় ৯ ঘণ্টা সড়ক অবরোধের পর পরবর্তী কর্মসূচি দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়ক ছাড়েন তারা।

এছাড়া বিকেল থেকে রাজধানীতে শুরু হয় বৃষ্টি। যে কারণে যানজট আরও বেড়ে যায়। সেই সঙ্গে বাড়ে ভোগান্তিও। কখনো মুষলধারে, আবার কখনো গুঁড়িগুঁড়ি হয়ে
বৃষ্টি চলে প্রায় রাত ৮টা পর্যন্ত।

এই বিষয়ে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) রফিকুল ইসলাম জানান, পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে দিনভর ছিল
জনভোগান্তি। দিনভর রোদের পর বৃষ্টির কারণে ভোগান্তি আরও বেড়ে যায়।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এসসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।