রাজধানীর গাবতলী গবাদি পশুর হাট ইজারায় অনিয়মের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৩০ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়।
অভিযানে সিটি কর্পোরেশনের প্রশাসক ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যদের বক্তব্য নেওয়া হয় এবং দরপত্র সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়।
জানা গেছে, ২০২৫ সালের হাট ইজারায় সর্বোচ্চ দর ছিল প্রায় ২২ কোটি টাকা, যা সরকার নির্ধারিত দরের (১৪.৬১ কোটি) চেয়ে অনেক বেশি। মূল্যায়ন কমিটি সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেওয়ার সুপারিশ করলেও তা বাতিল করে খাস আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়, যার যুক্তি হিসেবে সিপিটিইউ ওয়েবসাইটে বিজ্ঞপ্তি না দেওয়ার কারণ দেখানো হয়। তবে হাট ইজারা সরকারি ক্রয় নীতিমালার আওতায় পড়ে না এবং এ ক্ষেত্রে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়ার বাধ্যবাধকতাও নেই বলে অভিযানকালে টিম বিশেষজ্ঞ মতামত পায়।
প্রাথমিক পর্যালোচনায় অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে গাবতলী পশুর হাট ইজারা না দিয়ে বড় অঙ্কের সরকারি আয় হাতছাড়া হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে অভিযানকারী টিমের কাছে প্রতীয়মান হয়। এনফোর্সমেন্ট টিম কর্তৃক প্রাথমিক সত্যতা প্রাপ্তির প্রেক্ষিতে এ অভিযোগের বিষয়ে পরবর্তী করণীয় প্রসঙ্গে সিদ্ধান্ত চেয়ে কমিশনে প্রতিবেদন দাখিল করবে অভিযান পরিচালনাকারী টিম।
এসএমএকে/এমজেএফ