ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, মে ১১, ২০২৫
লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক আটক জীবন চাকমা।

খাগড়াছড়ি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ জীবন চাকমা (২৮) নামে একজনকে আটক করা হয়েছে।

রোববার (১১ মে) রাত আনুমানিক ২টার দিকে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন সদর থেকে দুটি টহল দল দুল্ল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়।

অভিযানে জীবন চাকমাকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।

আটকের পর জীবন চাকমাকে উদ্ধারকৃত মালামালসহ লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক জীবন চাকমা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসিত গ্রুপ) এর সশস্ত্র সদস্য। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।  

তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি, একটি জোড়া ইউনিফর্ম, দুটি মোবাইল ফোন (একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন), একটি নোটবুক ও একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, আটক জীবন চাকমার বিরুদ্ধে লক্ষ্মীছড়ি থানায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।