ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সারাদেশে প্রতীকী ম্যারাথন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, জুলাই ১৮, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সারাদেশে প্রতীকী ম্যারাথন ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সারাদেশে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঢাকা: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সারাদেশে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রজন্মকে গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে নানা আয়োজনে এই প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলানিউজের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর:

ভোলা: জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ভোলায় অনুষ্ঠিত হয় প্রতীকী ম্যারাথন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শহরের চরনোয়াবাদ চৌমহনী এলাকায় ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান। অনুষ্ঠানে জুলাই-আগস্টের শহীদ ও আহত পরিবারের প্রায় অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

খাগড়াছড়ি: মাসব্যাপী জাগরণ কর্মসূচির অংশ হিসেবে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় খাগড়াছড়িতে আয়োজন করা হয় প্রতীকী ম্যারাথন। চেঙ্গী স্কয়ার থেকে শুরু হয়ে দৌড় শেষ হয় খাগড়াছড়ি স্টেডিয়ামে। উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। অংশগ্রহণ করেন তিন শতাধিক মানুষ, যার মধ্যে ছিলেন জুলাইযোদ্ধা, ছাত্র-যুবক, সরকারি কর্মকর্তা ও ক্রীড়াবিদরা।

টাঙ্গাইল: জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। রেজিস্ট্রেশনের পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে দৌড় শুরু হয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হয়। প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে অংশগ্রহণ করেন শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনকারী, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষসহ পাঁচ শতাধিক ব্যক্তি।

জয়পুরহাট: জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে পাঁচ কিলোমিটার দীর্ঘ ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। অংশগ্রহণ করেন জেলার প্রশাসনিক কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক নেতারা।

সিরাজগঞ্জ: যমুনা নদীর পাড়ে আয়োজিত হয় প্রতীকী ম্যারাথন। তিন কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে শহীদ পরিবার, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র, মানবাধিকারকর্মী, ক্রীড়াবিদসহ অসংখ্য মানুষ অংশ নেন। উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম। আর আয়োজনটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

ফরিদপুর: জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে সকাল সাড়ে ৭টায় শুরু হয় প্রতীকী ম্যারাথন। দৌড় শুরু হয় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এবং শেষ হয় রাজবাড়ী মোড়ে। অংশগ্রহণ করেন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সাবেক ক্রীড়াবিদরা।

বান্দরবান: জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ভোরে মেঘলা পর্যটন এলাকা থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ প্রতীকী ম্যারাথনে অংশ নেন বিপুল সংখ্যক দৌড়বিদ। নারী ও পুরুষ বিভাগে ৩০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

ঝালকাঠি: জেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় প্রতীকী ম্যারাথন। দৌড় উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। উপস্থিত ছিলেন পুলিশ সুপার, সিভিল সার্জনসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

পটুয়াখালী: জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয় ‘জুলাই ম্যারাথন’। শহীদ হৃদয় তরুয়া চত্বর থেকে শুরু হয়ে ম্যারাথনটি চৌরাস্তা পর্যন্ত যায়। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এতে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।