ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

মাহতাবের পথ ধরলো মাইলস্টোন শিক্ষার্থী মাহিয়াও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, জুলাই ২৪, ২০২৫
মাহতাবের পথ ধরলো মাইলস্টোন শিক্ষার্থী মাহিয়াও

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মাহিয়া তাসনিম (১৫) মারা গেছে। স্কুলটির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।

এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩ জনে।  

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বার্ন ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন মাহিয়ার মৃত্যু হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মাহিয়ার শ্বাসনালীসহ শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় ছিল সে। মাইলস্টোনের ঘটনায় এ ইন্সটিটিউটে ১৩ জনের মৃত্যু হলো।

উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক প্রজেক্টের ডি ব্লকে মার সঙ্গে বসবাস করতো মাহিয়া। পাঁচ বছর আগে তার বাবা মোহাম্মদ বিশ্বাসের মৃত্যু হয়। এরপর থেকে মা আফরোজা খাতুন ও ফুপুর সঙ্গে আরও দুই বোনের সঙ্গে থাকতো মাহিয়া।  

এর আগে দুপুর পৌনে ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন মাহতাবের মৃত্যু হয়। স্কুলটির সপ্তম শ্রেণিতে ইংলিশ ভার্সনে পড়ত সে। তার শ্বাসনালীসহ শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় ছিল সে। আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।  

এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।