ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বিইউপির সাবেক শিক্ষার্থী ধর্ষণ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫১, অক্টোবর ২০, ২০২৫
বিইউপির সাবেক শিক্ষার্থী ধর্ষণ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার গ্রেপ্তার সোহেল রোজারিও

সাভার (ঢাকা): ঢাকার সাভারে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দীন। এর আগে গতকাল রাত ২টার দিকে গাজীপুরের কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল রোজারিও সাভারের কমলাপুরের গোয়ালিয়া এলাকার বাসিন্দা। এর আগে গতকাল তার সহযোগী মিঠু বিশ্বাসকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় বিপ্লব রোজারিও নামে অপর অভিযুক্ত পলাতক রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী ওই এলাকার এক শিশু শিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়ে বাসায় ফিরছিলেন। এসময় সোহেল রোজারিও তার সহযোগী মিঠু বিশ্বাস ও বিপ্লবের সহযোগিতায় ভুক্তভোগীকে বাসায় নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার ১৬ অক্টোবর বাদী হয়ে মামলা করেন ওই তরুণী। পরে গত ১৯ অক্টোবর গাজীপুরে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৮ অক্টোবর সহযোগী মিঠু বিশ্বাসকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দীন বলেন, সোহেল রোজারিও এ মামলার প্রধান আসামি। তাকে গত রাতে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতিও চলছে।  

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।