রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় ছেলের কাছে টাকা চাইতে গিয়ে ঝগড়ার জের ধরে বাবার অস্ত্রের আঘাতে ছেলে খুনের ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যায় (৩১ ডিসেম্বর) উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের বাতাসন সোডাপীর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নয়াপাড়া গ্রামের রায়হান (২৬) তার নবজাতক কন্যা ও স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। বুধবার সন্ধ্যায় তার বাবা আমিনুল ইসলাম ছেলের কাছে টাকা চাইলে এ নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আমিনুল হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪