ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের ২ গ্রুপে সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের ২ গ্রুপে সংঘর্ষ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাস চালকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।



বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোডে এ ঘটনা ঘটে।

এ সময় অটোরিকশা ও মাইক্রোবাসহ প্রায় ২০ গাড়ি ভাঙচুর করা হয়। এতে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের মৌলভীবাজার সদর হাসপাতাল ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হবিগঞ্জ রোডে একটি মাইক্রোবাস ও অটোরিকশার চালকের মধ্যে ওভারটেক করা  নিয়ে বাকবিতণ্ডা হয়। এ সময় মাইক্রোবাস কার শ্রমিক ইউনিয়নের নেতারা অটোরিকশা স্ট্যান্ডে গেলে উভয়পক্ষের মধ্যে সংর্ঘষ বেঁধে যায়। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।