ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত বন্ধু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত বন্ধু

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার রবার্ট গিবসন।
 
বুধবার (০২ ডিসেম্বর) প্রধানমন্ত্রী কাযালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষা‍ৎ করেন তিনি।


 
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি বলেন, সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সুসর্ম্পকের কথা উল্লেখ করে বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। এ দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক রয়েছে। বাংলাদেশ-যুক্তরাজ্য গণতন্ত্র ও স্বাধীনতায় অভিন্ন মূল্যবোধে বিশ্বাসী।
 
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যের জনগণ ও রাজনীতিকদের সহযোগিতার কথা কৃজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
 
শেখ হাসিনা সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্স কথা পুনরায় উল্লেখ করেন।
 
এ সময় প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ ও সফরতার কথা তুলে ধরেন।
 
সফলভাবে দায়িত্বপালন করায় গিবসনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
 
দায়িত্ব পালনকালে বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রীর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান বিদায়ী হাইকমিশনার রবার্ট গিবসন।
 
এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর ম‍ুখ্য সচিব আবুল কালাম আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এমইউএম/এমএ

** সন্ত্রাসীদের বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।