ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরের ৬ পৌরসভায় আ’লীগ মেয়র প্রার্থী চূড়ান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
যশোরের ৬ পৌরসভায় আ’লীগ মেয়র প্রার্থী চূড়ান্ত

যশোর: যশোরের ছয় পৌরসভায় মেয়র প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বুধবার (০২ ডিসেম্বর) সকালে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।



তিনি জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু (যশোর পৌরসভা), কেশবপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল (কেশবপুর পৌরসভা), মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহামুদুল হাসান (মণিরামপুর পৌরসভা), অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুশান্ত কুমার শান্ত (নওয়াপাড়া পৌরসভা), বাঘারপাড়ার পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কামরুজ্জামান বাচ্চু (বাঘারপাড়া পৌরসভা) ও চৌগাছা পৌর যুবলীগের আহ্বায়ক নুর উদ্দিন আল মামুন হিমেল (চৌগাছা পৌরসভা)।

এর আগে, ২৯ নভেম্বর রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর- ৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়, যশোর- ৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য ও যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনিরসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ যশোর সার্কিট হাউজে বৈঠক করে যশোর পৌরসভায় মেয়র পদে মনোনয়নের জন্য জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি এস এম কামরুজ্জামান চুন্নু ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরীর নাম সুপারিশ করে কেন্দ্রে পাঠায়।

অন্যদিকে, একইদিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদারের নেতৃত্বে দলীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুকে যশোর পৌরসভায় মনোনয়নের সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হয়।

এছাড়াও বৈঠকে বলা হয় দলীয় মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থীর পাশাপাশি দলীয় সমর্থনে থাকা কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীদের নির্বাচিত করার জন্য সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।