ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বারহাট্টায় শিক্ষক হত্যার ঘটনায় গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
বারহাট্টায় শিক্ষক হত্যার ঘটনায় গ্রেফতার ১ ছবি : প্রতীকী

নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় শিক্ষক অর্জুন বিশ্বাস হত্যার মূলহোতা ফুয়াদ খান বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৩ নভেম্বর) সকালে হত্যাকাণ্ডের পর পুলিশি অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

তিনি উপজেলার সামছুদ্দিনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাবিবুর রহমান প্রামাণিক ঘটনাস্থল পরিদর্শনকালে দুপুর দেড়টায় বাংলানিউজকে জানান, মনাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাসের সঙ্গে ফুয়াদ খান বাবুলের স্কুলের উন্নয়ন ফান্ড নিয়ে মনোমালিন্য ছিলো।

কিছুদিন ধরে বাবুল শিক্ষক অর্জুনকে হত্যার হুমকি দিয়ে আসছিলো। বাবুল ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত বলেও জানান তিনি। এদিকে শিক্ষক হত্যার প্রতিবাদে বারহাট্টাবাসী ফুঁসে উঠেছেন। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা থানা ঘেরাও করে।

এর আগে স্কুলে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে খুন হন উপজেলার ক্ষিতিশ বিশ্বাসের ছেলে শিক্ষক অর্জুন বিশ্বাস। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।