পাবনা: পাবনার সাতটি পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৩৬ জন, কাউন্সিলর পদে ২৫৯ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বিকেল ৫টায় জেলা রিটার্নিং অফিসার ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুন্সী মনিরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
পাবনা (সদর) পৌরসভা
পাবনা সদর পৌরসভায় মেয়র প্রার্থী পদে ৫ জন, কাউন্সিলর পদে ৫৭ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিব হাসান টিপু, বিএনপি মনোনীত নূর মাসুম বগা, ইসলামী আন্দোলনের আবু বক্কার সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান মিন্টু ও স্বতন্ত্র প্রার্থী কামিল হোসেন (আওয়ামী লীগ বিদ্রোহী)।
ঈশ্বরদী পৌরসভা
ঈশ্বরদী পৌরসভায় মেয়র পদে ২ জন প্রার্থী কাউন্সিলর পদে ৩৩ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু ও বিএনপি মনোনীত প্রার্থী মোখলেছুর রহমান বাবলু।
চাটমোহর পৌরসভা
চাটমোহর পৌরসভায় মেয়র প্রার্থী পদে ৬ জন, কাউন্সিলর পদে ৩২ এবং মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করছেন। মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাখোয়াত হোসেন সাখো, বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুর রহিম কালু, জাসদ ইনু মনোনীত প্রার্থী শেখ আবুল বাশার এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান এবং স্বতন্ত্র মির্জা দুলাল হোসেন (আওয়ামী লীগ বিদ্রোহী)।
ভাঙ্গুড়া পৌরসভা
ভাঙ্গুড়া পৌরসভায় মেয়র প্রার্থী পদে ৫ জন, কাউন্সিলর পদে ৩০ এবং মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম হাসনায়েন রাসেল, বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান, স্বতন্ত্র প্রার্থী আজাদ খান (আওয়ামী লীগ বিদ্রোহী), স্বতন্ত্র প্রার্থী প্রভাষক মাহবুবুল আলম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক নান্নু।
ফরিদপুর পৌরসভা
ফরিদপুর পৌরসভায় মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ২৫ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার কামরুজ্জামান মাজেদ, বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান মিয়া, স্বতন্ত্র প্রার্থী বাবলু হোসেন।
সাঁথিয়া পৌরসভা
সাঁথিয়া পৌরসভায় মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৪২ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিরাজুল ইসলাম মিরাজ, বিএনপি মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ, স্বতন্ত্র নফিজ উদ্দিন সরকার, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আশিক ইকবাল রাসেল ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম বকুল (জামায়াত)।
সুজানগর পৌরসভা
সুজানগর পৌরসভায় মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৪০ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওহাব, বিএনপি মনোনীত প্রার্থী আযম বিশ্বাস, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মমতাজ উদ্দিন, স্বতন্ত্র কামাল হোসেন বিশ্বাস (বিদ্রোহী বিএনপি) ও স্বতন্ত্র তোফাজ্জল হোসেন তোফা (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র আফছার আলী (বিদ্রোহী আ’লীগ)।
প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় উপজেলা নির্বাহী (ইউএনও) ও উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসএইচ