মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলায় বানেছা নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে নিহত ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মজুমদার কান্দি গ্রামের মৃত আলকাস শেখের মেয়ে বানেছার সঙ্গে বেশ কয়েক বছর আগে একই উপজেলার আলমদস্তার গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে জহুর আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো।
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) দিনগত গভীর রাতে পারিবারিক কলহের জের ধরেই শ্বাসরোধ করে বানেছাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এ হত্যার জন্য বানেছার স্বামী জহুর আলীকে দায়ী করা হচ্ছে।
স্থানীয় আরও জানান, হত্যার পরে বানেছার স্বামী জহুর আলী শাখারকান্দি শীলবাড়ী এলাকার ভাড়া বাড়ি থেকে পালিয়ে যান। সকালে বানেছার মেয়ে কান্নাকাটি করে বিষয়টি স্থানীয়দের জানায়। এ সময় স্থানীয়রা রাজৈর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাছেনার মরদেহ উদ্ধার করে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
তবে এ ঘটনায় শুক্রবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
টিআই