ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাটখিলে ইউএনও’র গাড়িচাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
চাটখিলে ইউএনও’র গাড়িচাপায় স্কুলছাত্র নিহত

নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চাপায় মিনহাজ (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। তবে এ সময় ইউএনও গাড়িতে ছিলেন না।



বুধবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহাজ চাটখিল পৌরসভার সোন্দলপুর গ্রামের সাইফ উদ্দিন সেলিমের ছেলে। সে চাটখিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা বাংলানিউজকে জানায়, সকালে গ্যারেজ থেকে গাড়িটি বের করে উপজেলা পরিষদ গেটের সামনে দিয়ে ঘুরাচ্ছিলেন চালক আবুল কাশেম। এ সময় পেছনে থাকা মিনহাজ গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বিষয়টি নিশ্চিত করে ইউএনও আবরাউল হাসান মজুমদার বাংলানিউজকে জানান, স্কুলছাত্র মিনহাজসহ কয়েকজন ঘটনাস্থলে খেলছিল। এ সময় চালক তাদের সরে যেতে বলে গাড়িটি ঘুরাতে গেলে মিনহাজ হঠাৎ করে এসে গাড়ির নিচে পড়ে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।