ঢাকা: রাষ্ট্রপতির পিএস’র মিথ্যা পরিচয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমানকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার আমজাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া অপর এক আসামি শহিদুলকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রিমান্ড শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
গত ৩ ডিসেম্বর একব্যক্তি নিজেকে রাষ্ট্রপতির ছেলে পরিচয়ে ঢাকার সিএমএম শেখ হাফিজুর রহমানকে মোবাইল ফোনে দারুস সালাম থানার একটি মামলায় জব্দকৃত দুটি গাড়ি মশিউর রহমান নামে জনৈক ব্যক্তির জিম্মায় দিতে তদ্বির করেন। কিন্তু গাড়ি জিম্মায় নেওয়ার আবেদন বিচারক না মঞ্জুর করলে ওই ব্যক্তি পুনরায় ফোন দিয়ে গাড়ি দুটি মশিউরের জিম্মায় না দেওয়ার কৈফিয়ত চান।
গাড়ি দুটি জিম্মায় না দেওয়ায় দুটি গাড়ির সমপরিমাণ টাকা ক্ষতিপূরণ দাবি করে নতুবা সিএমএম তার পদে থাকতে পারবেন না মর্মে হুমকি দেন।
বিষয়টি বিচারক গোয়েন্দা পুলিশকে (ডিবি) জানানোর পর ডিবি পুলিশ তদন্ত শুরু করে। পরে ওই দুইজনকে বুধবার(৯ ডিসেম্বর) ঝিগাতলা থেকে গ্রেফতার করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, রাষ্ট্রপতির পিএস কখনও ছেলে পরিচয়ে বিভিন্ন থানায় পুলিশকে ফোন ও মানুষের সঙ্গে তারা প্রতারণা করে আসছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এমআই/পিসি