ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেসবুক পেজ ‘মজা লস’র অ্যাডমিন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
ফেসবুক পেজ ‘মজা লস’র অ্যাডমিন আটক

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেজ ‘মজা লস’র অ্যাডমিন রেফায়েতকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাষ্ট্র বিরোধী ও অপপ্রচার চালানোর দায়ে তাকে আটক করা হয়েছে।



বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বারিধারা থেকে রেফায়েতকে ধরা হয়। রাতে বাংলানিউজকে বিষয়টি জানান, র‌্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদ আলম।

তিনি জানান, তথ্য-প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে ভাটারা থানায়।

কয়েক দিন ফেসবুক বাংলাদেশে বন্ধ ছিল (২৩ দিন)। এখন এ মাধ্যমটি খুলে দেওয়া হয়েছে। এটিকে ব্যবহার করে কেউ যেন দেশ, রাষ্ট্র, সরকারবিরোধী কোনো কর্মকাণ্ড না চালান এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে বলে জানায় আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫/আপডেট ২১৩৬
এসজেএ/আইএ

** খুললো ফেসবুক
** ফেসবুক খুলে দিতে আইআইজি ও মোবাইল অপারেটরদের নির্দেশ
** ফেসবুক খোলার সিদ্ধান্ত, বিটিআরসিতে বৈঠক চলছে
** ফেসবুক খোলার সিদ্ধান্ত সরকারের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।