ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় বিএসএফের গুলিতে এক ভারতীয় নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
দামুড়হুদায় বিএসএফের গুলিতে এক ভারতীয় নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা দামুড়হুদা ঠাকুরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রাহুল মণ্ডল নামে সেদেশের তালিকাভূক্ত এক সন্ত্রাসী নিহত হয়েছে। তিনি বিজিবি এবং বিএসএফের মোস্ট ওয়ান্টেড ছিল।



শুক্রবার ভোরে বিএসএফের সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটে। রাহুল মণ্ডল ভারতের নদীয় জেলার লক্ষ্মীপুর থানার বড়ইগাতী গ্রামের কাশিম মণ্ডলের ছেলে।
 
চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক আনোয়ার জাহিদ বাংলানিউজকে জানান, ভোরে ভারতের নদীয়া জেলার মালুপাড়া এলাকায় (বাংলাদেশের ঠাকুরপুর) বিএসএফের সঙ্গে সংঘর্ষে রাহুল মণ্ডল নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তিনি ভারত ও বাংলাদেশে সন্ত্রাসী ও ডাকাতির সঙ্গে জড়িত।

তিনি আরও জানান, গত বছরের ১২ ডিসেম্বর মালুপাড়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডারকে কুপিয়ে বাম হাতের ৪ আঙ্গুল ফেলে দেয় এবং ডান হাতের কব্জি প্রায় আলাদা করে ফেলে।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।