ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে বখাটের আগুনে দগ্ধ তরুণীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আশুগঞ্জে বখাটের আগুনে দগ্ধ তরুণীর মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বখাটের আগুনে দগ্ধ রেখা আক্তার(২০) অবশেষে ১১ দিন পর মারা গেছেন।

শুক্রবার(১১ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



এলাকাবাসী জানান, গত ১ ডিসেম্বর মঙ্গলবার সকালে একই এলাকার মো. বাকী মিয়ার ছেলে মো. মেহেদী হাসানের দেওয়া আগুনে পুড়ে যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের হতদরিদ্র মো. মোস্তফা মিয়ার মেয়ে রেখার শরীর।

প্রথমে তাকে আশুগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রেখার পরিবারের সদস্যরা বাংলানিউজকে জানান, প্রায় সাত বছর ধরে রেখার সঙ্গে মেহেদী হাসানের প্রেমের সম্পর্ক থাকলেও বিয়েতে আপত্তি করেন মেহেদী। দুই বছর  আগে সে অন্য একটি মেয়েকে বিয়ে করেন। কিন্ত এরপরও রেখার পিছু ছাড়েননি তিনি।

এক পর্যায়ে মেহেদীকে বিয়ের জন্য চাপ দেওয়ায় গত ১ ডিসেম্বর বাড়িতে এসে রেখার শরীরে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলানিউজকে জানান, স্বজনদের মাধ্যমে তিনি রেখার মৃত্যুর খবর পেয়েছেন। ঘটনার পর থেকে মেহেদী পলাতক। যেকাণে তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।


বাংলাদেশ সময়: ১৮১৭ ঘন্টা, ডিসেম্বর ১১, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।