ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনীতে অন্তর হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
গাংনীতে অন্তর হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে শিশু অন্তর হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিশু শিক্ষার্থীরা।

শনিবার(১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বাওট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয়, চাইল্ড হোম, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

মানববন্ধনে স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, বাওট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বাওট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, বাওট আইডিয়াল কেজি স্কুলের শিক্ষক মানিক আহম্দে মোক্তার হোসেন ও ইলিয়াস হোসেন প্রমুখ।  

মানববন্ধন চলাকালীন কুষ্টিয়া-মেহেরপুর সড়ক প্রায় ২ ঘণ্টা অবরোধ করে রাখা হয়।

এদিকে, অন্তর হত্যার বিচার দাবিতে সকাল থেকেই বাওট বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।

মানববন্ধন শেষে আটক রেক্সনা খাতুন ও মিজানুর রহমানের বাড়িতে নতুন করে তল্লাশি করেন এলাকাবাসী। এ সময় তাদের বাড়ির সিঁড়ির নিচে একটি কবরের সন্ধান পাওয়ার পর আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে তারা। এখবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর করে।

বাওট গ্রামের সৌদী প্রবাসী কাফিরুল ইসলামের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র অন্তরকে অপহরণের পর নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করে বাওট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয়ের কমনরুমের একটি কক্ষে ফেলে রাখা হয়। পরে গ্রামবাসী মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।