ব্রাহ্মণবাড়িয়া: নির্ধারিত বস্তায় সার প্যাকেটজাত না করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় এক ঠিকাদারকে জরিমানা করা হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে আশুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌসী আক্তার পুরাতন ফেরিঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় রাকিব এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক নাছির উদ্দিনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সৌদি আরবে উৎপাদিত ইউরিয়া সার বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) আমদানি করে দেশের বিভিন্ন সার কারখানার ডিলারদের সরবরাহ করে। ফেঞ্চুগঞ্জ সার কারখানার জন্য নির্ধারিত আমদানিকৃত ইউরিয়া সার চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে পরিবহন করে আশুগঞ্জ নৌ বন্দরে নিয়ে আসে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান রাকিব এন্টারপ্রাইজ। এরপর জাহাজ থেকে অানলোডের পর সার কর্ণফুলী সার কারখানার বস্তায় প্যাকেটজাত করা হয়।
এ বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে শনিবার সেখানে অভিযান চালানো হয়।
আশুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ফেরদৌসী আক্তার বাংলানিউজকে জানান, মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার প্রমাণ পাওয়ায় নাছির উদ্দিনকে জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসআর