রাজশাহী: রাজশাহীর ১৩টি পৌরসভার মধ্যে দুর্গাপুরে ওয়ার্কার্স পার্টির মেয়রপ্রার্থী শামিনুল ইসলাম শামীম তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। আয়কর রির্টানের সঙ্গে হলফনামার সামঞ্জস্য না থাকায় প্রার্থিতা বাতিল হয়েছিলো তার।
তবে উচ্চ আদালতের মাধ্যমে সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে তিনি মেয়রপদে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।
সোমবার হাইকোর্ট ডিভিশনের বিচারপতি নায়মা হায়দার ও বিচারপতি মোহাম্মাদ মোস্তফা জামান ইসলামের দ্বৈত বেঞ্চ এ আদেশ দিয়েছেন বলে জানা যায়। দুপুরে এ সংক্রান্ত একটি ফ্যাক্স বার্তা উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, এ সংক্রান্ত ফ্যাক্স বার্তা এসেছে, তবে সেটি খতিয়ে দেখা হচ্ছে। পূর্ণাঙ্গ আদেশের সার্টিফায়েড কপি না পাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
এদিকে, রাজশাহীর দুর্গাপুর নির্বাচন অফিস সূত্র জানা যায়, ওয়ার্কার্স পার্টির মনোনয়ন নিয়ে মেয়রপদে প্রার্থী হয়েছিলেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য শামিনুল শামীম। গত ৬ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিনে আয়কর রিটার্নের সঙ্গে হলফ নামার অসামঞ্জস্যপূর্ণ তথ্য থাকায় তার প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা।
পরে তিনি রাজশাহী জেলা প্রশাসকের কাছে আপিল করেন। সেখানেও তার আপিল খারিজ হয়ে যায়। এ ঘটনায় গত ১২ ডিসেম্বর মেয়রপদে প্রার্থিতা বৈধ চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করেন। শামীমের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট সাব্বির হামজা চৌধুরী।
শুনানি শেষে হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ তার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসএস/এএ