রূপগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকে বুড়িগঙ্গায় ট্রলার ডুবির ঘটনায় বাবা-ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তারা হলেন- সিদ্ধিরগঞ্জের মজিবুর মিয়ার ছেলে সেলিম খান (৪৫), তার ছেলে ইমান খান (১৫) ও মেয়ে মৌসুমী আক্তার (১৬)।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার মুক্তারপুরের কাঠপট্টি এলাকা ও বক্তাবলীর রাজাপুর এলাকার বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়।
পরে, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বক্তাবলীর ডিক্রিরচর এলাকার বুড়িগঙ্গা নদী থেকে মেয়ে মৌসুমী আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
ফতুল্লার বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, উদ্ধার হওয়া মরদেহগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে, সোমবার নিখোঁজ ব্যক্তিদের মধ্যে আবদুল কাদিরের মরদেহ ভেসে উঠে।
শনিবার (১২ ডিসেম্বর) সকালে ফতুল্লার বক্তাবলীর রাধানগরে সোলেমান ওরফে লেংটা নামে এক পীরের ওরশ থেকে ফেরার পথে ৩০-৪০ জন মানুষ আলীরটেক খেয়াঘাট থেকে নারায়ণগঞ্জ আসার জন্য খেয়াপারের ট্রলারে উঠে। ওই সময়ে ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এ দুর্ঘটনায় পাঁচজন নিখোঁজ হন। এর মধ্যে চারজনের মরদেহ উদ্ধার হলেও এখনো একজন নিখোঁজ রয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫/আপডেটেড: ১২০০ ঘণ্টা
আরএ/এমজেড