ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্যারিস সম্মেলন ব্যর্থ হয়েছে বলা যাবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
প্যারিস সম্মেলন ব্যর্থ হয়েছে বলা যাবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগের জলবায়ু সম্মেলনগুলো ব্যর্থ হলেও প্যারিস সম্মেলন ব্যর্থ বলা যাবে না। এই সম্মলনে বাংলাদেশ উন্নয়নশীল দেশের গ্রুপের অংশ হিসেবে নেগোসিয়েশনে অংশ নিয়েছে।



তাপমাত্রা সীমিত রাখার লক্ষ্যমাত্রা অর্জন করাই প্যারিস সম্মেলনের বড় অর্জন বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

মঙ্গলবার ( ১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে কপ-২১ উত্তর সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব প্রমুখ।

মন্ত্রী বলেন, সামগ্রিকভাবে এই চুক্তি ব্যর্থ বলা যাবে না। শিল্পোন্নত দেশগুলো বায়ু দূষণ সীমিত রাখার ব্যাপারে অঙ্গীকার করেছে। তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এটাই বড় অর্জন।

তিনি আরো বলেন, বায়ু দূষণের জন্য আমরা নগণ্য দায়ী, কিন্তু ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এসএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।