রাজশাহী: রাজশাহীর মতিহারের দেওয়ানপাড়া সড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মতিহার থানা পুলিশ নিহতদের স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করে।
এ সময় তাদের মরদেহ দাফনের জন্য রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান।
জেলা প্রশাসক বাংলানিউজকে জানান, সরকারি অনুদান হিসেবে তাৎক্ষণিকভাবে নিহতদের প্রত্যেক পরিবারের জন্য ১০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফজলে রাব্বি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ গিয়ে এই টাকা তুলে দেন।
এক প্রশ্নের জবাবে রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী জানান, আহতদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিগগিরই তাদেরও সরকারের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা করা হবে বলেও জানান তিনি।
রাজশাহীর মতিহার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অশোক কুমার চৌহান বাংলানিউজকে জানান, নিহত সাতজনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে কারও মরদেহ ময়না তদন্ত করা হয়নি। তবে এ ব্যাপারে মামলা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে রাজশাহীর মতিহারের দেওয়ানপাড়া সড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ৭ জন। নিহতদের দুজন নারী।
নিহতরা হলেন- রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলসের চালক ঢাকার নারায়ণগঞ্জের শহীদুল ইসলাম (৩৭), ওই বাসের যাত্রী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নরসিয়া গ্রামের আবু জাফর (৬০) ও তার স্ত্রী বেলী আরা বেগম (৫৫), অটোরিকশা যাত্রী বাঘার ফতেহপুর গ্রামের ফারুক হোসেনের মেয়ে ফারজানা লুবনা (২৫)। তিনি রাজশাহী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ছাত্রী।
নিহত অন্যরা হলেন- অর্পা ট্রাভেলসের চালক নাটোর জেলা সদরের চকরিয়া ঢালান এলাকার নুরুন নবীর ছেলে মিন্টু শেখ (৩৫), ওই বাসের যাত্রী রাজশাহীর দুর্গাপুর উপজেলার আরোইল গ্রামের কাজী আবু বক্কর সিদ্দিক (৬৫) ও পুঠিয়ার ভাল্লুকগাছি গ্রামের ময়েন উদ্দিন (৬৫)।
এ দুর্ঘটনায় আহত ৩০ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে রামেক হাসপাতালের ১, ৮ ও ৩১ নম্বর ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এসএস/এমজেএফ/
** রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭
** রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে নিহত ২