ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

বগুড়া: বগুড়ার শেরপুর পৌরশহরের ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল চালক আব্দুল কাইয়ুম (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৫ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) তার মৃত্যু হয়।



এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর আহলে হাদিস পার্ক জামে মসজিদের সামনে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
 
কাইয়ুম পৌরশহরের জগন্নাথপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বগুড়া থেকে ধুনট উপজেলার গোসাইবাড়ীর উদ্দেশে ছেড়ে আসা তামান্না পরিবহনের একটি যাত্রীবাহী বাস আহলে হাদিস পার্ক জামে মসজিদের সামনে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) স্থানান্তর করা হয়।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল বাংলানিউজকে জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।