ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মঙ্গলবার বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
মঙ্গলবার বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক

ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউটিরি ফোর্স (বিএসএফ) পর্যায়ের বৈঠক মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে  শুরু হতে যাচ্ছে।

মানবপাচার, গরু চোরাচালান, অস্ত্র ও মাদক চোরাচালনসহ নিরাপত্তা বিষয়গুলো গুরুত্ব পাবে এবারের বৈঠকে।



সূত্রে জানা গেছে,  ২২ ডিসেম্বর থেকে ৬ দিনব্যাপী দুই দেশের সীমান্ত রক্ষীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকটি ঢাকায় অনুষ্ঠিত হবে। বৈঠকে যোগ দিতে বিএসএফ’র মহাপরিচালক ডিকে পাঠাককের নেতৃত্বে ২৩ সদস্যের এক প্রতিনিধি দল ঢাকা আসছেন।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

বৈঠকে বিগত সময়ের বৈঠকগুলোর সিদ্ধান্তর অগ্রগতি ও বাস্তবায়ন পর্যালোচনা করা হবে। সেই সঙ্গে মানবপাচার, গরু চোরাচালান, অস্ত্র ও মাদক চোরাচালনসহ অন্যান্য বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৈঠক শেষে এর ফলাফলের উপর যৌথ ঘোষণা ২৬ ডিসেম্বর দেওয়া হবে। এর আগের বৈঠকটি চলতি বছরের আগস্টে ভারতে অনুষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
জেপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।