ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কমলনগরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
কমলনগরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা পুলিশের উদ্যোগে কমলনগর উপজেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।



রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে কলনগর থানায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুর রহমান, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার ও জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার কাজল কান্তি দাস।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদের সভাপতিত্বে ও ওসি-তদন্ত সাইদুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন কমলনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, লক্ষ্মীপুর জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, হাজিরহাট উপকূল কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন প্রমুখ।

এসময় কমলনগর উপজেলার ১১৮ মুক্তিযোদ্ধাকে শীতবস্ত্র (কম্বল) দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।