ঢাকা: রাজধানীর তুরাগ তীরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের এক ঘণ্টা সময় দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত।
নির্ধারিত সময় শেষে উচ্ছেদ অভিযান শুরু করবেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় এ অভিযান শুরু হওয়ার কথা ছিলো। দখলদাররা স্থাপনা সরিয়ে নিতে একঘণ্টা সময় চাইলে ভ্রাম্যমাণ আদালত বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সময় বেধে দেন।
ঢাকা জেলা প্রশাসনের নির্দেশে অভিযানে নেতৃত্বে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।
তিনি বলেন, অভিযানে আব্দুল্লাপুর থেকে কামারপাড়া ব্রিজ পর্যন্ত (৩ কিলোমিটার) এ উচ্ছেদ অভিযান চলবে।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এনএইচএফ/বিএস