ঢাকা: দেশে ২০১৫ সালে নিহত হয়েছেন ৯৫১ জন শ্রমিক। এর মধ্যে পরিবহন খাতে নিহত হয়েছেন ২৫৪ জন।
শুক্রবার (০১ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে ওশি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. এস এম মোর্শেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ২০১৫ সালে দায়িত্ব পালনকালে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে দুর্ঘটনায় ৯৫১ জন শ্রমিক নিহত হয়েছেন। এদের মধ্যে পরিবহনখাতে নিহত হয়েছেন ২৫৪ জন।
তিনি আরও জানান, পোশাক খাতে নিহত হয়েছেন ৭৩ জন, আহত হয়েছেন ১১৭ জন। এছাড়া নির্মাণ শিল্পে নিহত হয়েছেন ২৬ জন, আহত হয়েছেন ৩৪ জন এবং জাহাজ ভাঙা শিল্পে নিহত হয়েছেন ১৪ জন, আহত হয়েছেন ২৭ জন।
প্রতিবেদনে আরও জানানো হয়, ২০১৫ সালে মোট আহত হয়েছেন ৯০৭ জন শ্রমিক।
সংবাদ সম্মেলনে ওশি ফান্ডেশন থেকে জানানো হয়, শ্রমিকদের নিরাপত্তা বিধানে শ্রম আইন প্রয়োগের দুর্বলতা একটি বড় চ্যালেঞ্জ। তাছাড়া মালিকরাও নিরাপত্তার বিষয়ে অবহেলা করেন। এ বিষয়ে মালিকপক্ষকে সচেতন হওয়ার আহ্বান জানান ওশি’র বক্তারা।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ০১,২০১৬
ইউএম/আরএইচএস/আরএইচ