ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

রূপনগরে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
রূপনগরে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে যুবক নিহত ছবি: প্রতীকী

ঢামেক থেকে: রাজধানীর রূপনগরে ইস্টার্ন হাউজিং এলাকায় ৠাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৪) এর টহল টিমের সাথে বন্দুকযুদ্ধে আল-আমিন (জনি) নামে এক যুবক নিহত হয়েছে বলে জানা গিয়েছে।

র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার অনুমং বাংলানিউজকে জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ইস্টার্ন হাউজিং এলাকায় নিহত আল-আমিন জনিকে (৩২) তল্লাশির জন্য থামতে বলা হলে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে সে গুলি ছোঁড়ে।

র‍্যাব পাল্টা গুলি চালালে জনি গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া চারটার দিকে তাকে মৃত ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ০৫০৬ ঘন্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এজেডএস/এইচআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।