ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ চলছে

রাঙামাটি: রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ শুরু হয়েছে। রোববার (৩ জানুয়ারি) সকাল ছয়টা থেকে শুরু হয় এ অবরোধ।



রাঙামাটি পৌরসভা নির্বাচনে ব্যাপক কারচুপি, চরম অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ভূমিকার প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এই অবরোধের ডাক দেয়।

অবরোধের কারণে শহরের অভ্যন্তরীণ কোনো যান চলাচল করছে না। দূরপাল্লার সব যান চলাচলও বন্ধ রয়েছে। জেলার সাথে উপজেলার সব কয়টি রুটে নৌ-যোগাযোগও বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭২৬ ঘণ্টা, জানুয়ারি ০, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।