ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে শাহীন (৩০) নামে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।


 
রোববার (৩ জানুয়ারি) দুপুরে ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার এ দণ্ডাদেশ দেন।  
 
দণ্ডাদেশপ্রাপ্ত শাহীন উপজেলার ঘাটান্দি গ্রামের আব্দুল জলিল মুন্সির ছেলে।
 
আব্দুল জলিল মুন্সি বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে তার ছেলে মাদক সেবন করে আসছে। কোনো ভাবেই তাকে এ পথ থেকে ফেরানো সম্ভব হচ্ছে না। এতে বাধ্য হয়েই পুলিশের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে ছেলেকে সোপর্দ করি।  
 
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির বাংলানিউজকে বলেন, মাদকাসক্ত ছেলেকে আইনের কাছে সোপর্দ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তার বাবা। আসামিকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।