ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাঙামাটি পৌরসভায় পুর্ননির্বাচন দাবি

ডিস্ট্রিক্ট কসেরপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
রাঙামাটি পৌরসভায় পুর্ননির্বাচন দাবি

রাঙামাটি: রাঙামাটি পৌরসভা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আবারো পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

রোববার (৩ জানুয়ারি) রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা অবরোধ পালন শেষে বিকেলে এক সমাবেশে এই দাবি করে দলটি।

দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয় দলটি।

রাঙামাটি পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দলীয় প্রার্থীর কর্মী ও সমর্থকদের ব্যাপক কারচুপি, চরম অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতিত্বের প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে জনসংহতি সমিতির রোববার রাঙামাটিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে।

অবরোধের কারণে সকাল থেকে রাঙামাটি শহরে সব ধরণের অ্যভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। শহর থেকে কোনো বাস, লঞ্চ ছেড়ে যায়নি।

তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে রাঙামাটিতে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জনসংহতি সমিতির প্রার্থী গঙ্গামানিক চাকমা।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।